হাওজা নিউজ এজেন্সি: মরহুম আয়াতুল্লাহ হায়েরি শিরাজি (রহ.) সাপ্তাহিক জীবনকে আত্মিকভাবে চার্জড থাকা তথা সুশৃঙ্খল ও অর্থবহ রাখার বিষয়ে এমন এক গভীর পরামর্শ দিয়েছেন, যা সকল মুমিনের জন্যই প্রেরণাদায়ক ও পথনির্দেশক।
তিনি প্রায়ই বলতেন, “এমনভাবে সময় ও জীবনের পরিকল্পনা করো যাতে শুক্রবারের দিনটি সর্বোত্তমভাবে কাজে লাগে। যদি শুক্রবার ইবাদত, মনন ও আত্মিকতার দিক থেকে সঠিকভাবে অতিবাহিত হয়, তাহলে বাকি সপ্তাহটিও সুন্দরভাবে পরিচালিত হবে।”
আয়াতুল্লাহ হায়েরি শিরাজি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতেন, “যেমন কেউ দিনের শুরুতে পুষ্টিকর নাশতা গ্রহণ করলে দুপুর পর্যন্ত দুর্বলতা অনুভব করে না, তেমনি যদি শুক্রবার আত্মিকভাবে নিজেকে শক্তিশালী করা যায়, তাহলে পুরো সপ্তাহজুড়ে মনোবল অটুট থাকে। শুক্রবারে আত্মার ‘ব্যাটারি’ চার্জ করে নিতে পারলে (পরবর্তী) বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেই শক্তি বজায় থাকে।”
তিনি আরও উপদেশ দিতেন, “শুক্রবারের দিনটি ইবাদত ও তাজকিয়ার (আত্মশুদ্ধি) জন্য নিবেদন করো। ইমামজাদাদের জিয়ারত করো, কবরস্থান পরিদর্শন করো, জুমার নামাজের পর ‘জিয়ারতে আল-ইয়াসিন’ পাঠ করে ইমাম মাহদী (আ.ফা.)-এর প্রতি মনোনিবেশ করো এবং বিকেলের দিকে দোআ-এ-সামাত পাঠ করো। এগুলো আত্মাকে প্রশান্তি দেয় ও সারা সপ্তাহ জুড়ে মনকে আলোকিত রাখে।”
সূত্র: “নুকতে-হা ও তামসিলাত”— আয়াতুল্লাহ হায়েরি শিরাজি (রহ.)
আপনার কমেন্ট